আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ জলদস্যু স¤্রাট নাগু বাহিনী ও তার ভাড়াটে সন্ত্রাসীদের তান্ডবলিলার ঘটনায় পশ্চিম পাড়ার আবদুল গফুরের স্ত্রী রাজিয়া বেগম বাদি (সোমবার) সোনাদিয়া এলাকার মৃত আছদ আলীর পুত্র জলদস্যু আবদুল গফুর প্রকাশ নাগু মেম্বারকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ৩০ নভেম্বর রবিবার বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার র্পূবপাড়া ও পশ্চিম পাড়ায় ভুমিদস্যু ও জলদস্যু স¤্রাট নাগু মেম্বার, বতল্ল্যা ও নাগুর ছেলে নকিব বাহিনী ও উপজেলার বিভিন্ন স্থান থেকে ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীরা র্দীঘ দু’ঘন্টা ধরে নিরহ গ্রামবাসির উপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ র্স্বণালংকার,নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে ,মোহাম্মদ মিয়া(৬৫),খালেদা(১৪),সোনাখাতুন(২৭) জাহাঙ্গির(২৭) আাজিম(৩৬),ছলিমা খাতুন (৪০)সহ ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
উল্ল্যেখ্য,বিগত ১৯ নভেম্বর সোনাদিয়া দ্বীপের ভুমিদস্যু ও জলদস্যু স¤্রাট নাগু বাহিনীর হাতে নারীসহ সাত জন অসহায় গ্রামবাসি আহত হয়।
পাঠকের মতামত