প্রকাশিত: ০১/১২/২০১৪ ১২:১৪ অপরাহ্ণ

logo dc
মহিউদ্দিন মাহী, কক্সবাজার:
কক্সবাজার জেলা প্রশাসক মো:রুহুল আমিন সহ ৫ জনের বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে কক্সবাজার স্পেশাল জজ আদালতে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কায়সারুল হক চৌধূরী বাদী হয়ে এ মামলা দায়ের করা করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দূর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন। মামলায় অন্যান্য অভিযুক্তরা হচ্ছেন এডভোকেট মোস্তাক আহম্মদ, দুদকের এপিপি এডভোকেট আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) এস এম শাহ হাবিবুর রহমান হাকিম।

মহেশখালীর মাতারবাড়ীর মরহুম নুর মোহাম্মদ সিকদারের পুত্র কায়সারুল হক চৌধুরী বাদী হয়ে দায়ের করা মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ দেশের অন্যতম বৃহৎ প্রকল্প মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে ১৯ নভেম্বর জেলা প্রশাসক সহ ২৮ জনের বিরুদ্ধে একই আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলা তদন্তের জন্য আদালত দুদকের কাছে প্রেরণের মাধ্যমে আগামী ২০ জানুয়ারীর মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য্য করেন। এ মামলায় নিয়োজিত আইনজীবি মোস্তাক আহম্মদ, দুদকের এপিপি এডভোকেট আব্দুর রহিম সুকৌশলে জেলা প্রশাসকসহ কয়েকজন অভিযুক্তের কাছ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের নাজির স্বপন কান্তির মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে মামলা হতে নাম বাদ দিয়ে দুদকের কাছে প্রতিবেদন পাঠায়। বাদীর স্বাক্ষর নকল করে অভিযুক্তরা জালিয়াতির আশ্রয় নেয়ায় পুনরায় এমামলা দায়ের করা হয়।এ মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট জাকারিয়া।
এব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক মো: রুহুল আমিনকে প্রশ্ন করা হলে তিনি মামলার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

উল্লেখ্য গত ১৯ নভেম্বর কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণে ভূয়া কাগজপত্র দেখিয়ে ২৩কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাতারবাড়ির বাসিন্দা এ.কে.এম কায়সারুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন।ওই মামলার আসামীরা হলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাফর আলম, সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরেফিন আক্তার নুর, মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, কোল পাওয়ার জেনারেশন কোং বাংলাদেশ লি: এর পিডি ইঞ্জিনিয়ার মো: ইলিয়াছ, জেলা ভূমি অধিগ্রহণ শাখার সাবেক প্রধান সহকারি আবুল কাশেম মজুমদার, সাবেক কাননগো আবদুল কাদের, সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলাম ও বাদশা মিয়া, মহেশখালী মাতার বাড়ী এলাকার বাসিন্দা রফিকূল ইসলাম, মহিবুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ হারুন, জমির উদ্দিন, এরফান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো:সেলিম, জি.এ ছমি উদ্দিন, নুর আহমদ, মো: নুরুল ইসলাম, আবুল বশর, আশরাফ আলী, দানু মিয়া, মির কাশেম, মো: সেলিম উদ্দিন, রিদুয়ান, আনিছুর রহমান ও ছকি আলম।

প্রসঙ্গত মহেশখালী দ্বীপের মাতারবাড়ী ইউনিয়নে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জাপান আন্তর্জাতিক সহযোগি সংস্থা-জাইকা এ প্রকল্পে ২৮ হাজার ৯৮৫ কোটি টাকা ঋণ দেবে। সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে সাত হাজার ৩৩৮ কোটি টাকা।
বাকি তিন হাজার ৯৯৮ কোটি টাকা প্রকল্পের বাস্তবায়নকারি সংস্থা কোল পাওয়ার জেনারেশন কম্পানী লিমিটেড যোগান দেবে। আগামী ২০২৩ সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...