প্রকাশিত: ৩০/১১/২০১৪ ১০:৪৮ অপরাহ্ণ
পাকিস্তানি নাগরিকসহ আটক পাঁচজনকে ফের রিমান্ড

Ctg_Photo1
অনলাইন ডেস্ক:
গ্রেপ্তার হওয়ার পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে ফের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলমসহ তিনজনেক তিনদিন ও মোহাম্মদ আমিন (৫০) নামে অপর আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ আদেশ দেন।

আসামিরা হলেন- পাকিস্তানের নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল রোহিঙ্গা সেন্টারের (জিআরসি) পরিচালক মোহাম্মদ আলম (৪৫), চট্টগ্রামের হাটহাজারীর দেওয়ান নগরের মো. আমীন (৫০), উখিয়া পালংখালীর আবদুল মজিদ (৩০), কক্সবাজার লাইট হাউস পাড়ার ছালামত উল্লাহ (৪৫) এবং বান্দরবান নাইক্ষ্যংছড়ি এলাকার শফিউল্লাহ (৪০)।

নগর পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী (প্রসিকিউশন) বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিদের পাঁচদিনের রিমান্ড শেষে প্রত্যেককে ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে হাটহাজারীর মোহাম্মদ আমীনকে দুইদিন এবং বাকী চারজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তাদের আদালতে হাজির করা হয়।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর দুপুরে নগরীর খুলশি থানার জিইসি মোড় এলাকায় আবসিক হোটেল লর্ডস ইন থেকে পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে জঙ্গি সন্দেহে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম ফরিদ আলমের আদালত প্রত্যেককে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরের দিন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় যৌথ ইনভেস্টিগেশন সেলে নিয়ে যাওয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...