প্রকাশিত: ৩০/১১/২০১৪ ৬:১৭ অপরাহ্ণ
চকরিয়া হোটেলে কলেজ ছাত্রী ধর্ষন : মালিকের ছেলে আটক

Arrest..
আবদুচ ছালাম কাকলী : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন মালুমঘাট ভাই ভাই আবাসিক হোটেলের এক কক্ষে গত ২৮ নভেম্বর রাতে এক কলেজ ছাত্রীকে আটক করে রাতভর পালাক্রমে ধর্ষন করার অভিযোগে হোটেল মালিকের ছেলে নুরুল হককে গ্রেফতার করেছে চকরিয়া থানার পুলিশ।
জানা যায়, ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের বাসিন্দা ছৈয়দ সওদাগর মালুমঘাট বাজারে এক খন্ড বনবিভাগের জায়গা দখল করে দ্বিতল বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করে ভাই ভাই আবাসিক হোটেল নাম দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। এ হোটেলটি পরিচালনা করে আসছে তার ছেলে নুরুল হক। সর্বশেষ গত ২৮ নভেম্বর রাতে চকরিয়া এলাকার এক কলেজ ছাত্র নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভির কোম এলাকার তার প্রেমিকাকে নিয়ে মালুমঘাট বাজারস্থ ভাই ভাই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। রাত যাপন করা কালে হোটেল মালিকের ছেলে নুরুল হক ও চা-বাগান এলাকার আমির হামজার পুত্র দুদু মিয়া ড্রাইভার অস্ত্রের মুখে যুবকটিকে জিম্মি করে রুম থেকে বের করে একটি কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখে। পরে দুই জনই রাত ভর ইচ্ছার বিরুদ্ধে উক্ত কলেজ ছাত্রীকে ধর্ষন করে। পরদিন ২৯ নভেম্বর ভোরে কৌশলে প্রেমিক-যুগল উক্ত হোটেল থেকে ছাড়া পেয়ে মালুমঘাট এলাকা ত্যাগ করে। এ নেক্কার জনক ঘটনাটি এলাকায় জানাজানি হলে উক্ত ঘটনা মিমাংশার জন্য গত শনিবার রাতে মালুমঘাট বাজার এলাকার এক ইউ.পি সদস্যের উপস্থিতিতে বিচারের কার্যক্রম শুরু হয়। সংবাদ পেয়ে চকরিয়া থানার ওসি প্রভাস চন্দ্র ধর একদল পুলিশ নিয়ে অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর সহযোগী চা-বাগান এলাকার বাসিন্দা আমির হামজার পুত্র দুদু মিয়া ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ নিয়ে সর্বমহলের কাছে চলছে তোলপাড়। গ্রেফতারকৃত নুরুল হককে থানা থেকে ছাড়িয়ে নিতে লাখ টাকার মিশনে নেমেছে তার আত্মীয় স্বজন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...