সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
অনলাইন ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫সদস্যের বেঞ্চ রোববার সকালে এ আদেশ দেন। এর আগে গত ২৫ নভেম্বর এ আদালতই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে খালেদার করা দুটি আপিলের আবেদন খারিজ করে। গত সপ্তাহে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আবেদনের শুনানি করে আদেশের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছিল আদালত। আদালতে খালেদার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
পাঠকের মতামত