প্রকাশিত: ২৬/১১/২০১৪ ৯:০৭ অপরাহ্ণ
চকরিয়ায় বাল্য বিবাহ ও যৌতুক প্রথার আগ্রাসন!

index
এ,এম হোবাইব সজীব ,চকরিয়া :: চকরিয়া উপজেলায় আশংকাজনক হারে আগ্র্সান চলছে বাল্য বিবাহ ও যৌতুক প্রথা! জানা গেছে, যে প্রথার বিষাক্ত ছোবলে অকালে ঝরে যাচ্ছে অসংখ্যা নারীর প্রাণ। প্রাচীনকালে হিন্দু সম্প্রদায় থেকে সেই যৌতুক প্রথার উৎপত্তি। ক্রমান্বয়ে যে প্রথা মুসলিম, হিন্দুসহ সকল সম্প্রদায়ের মধ্যে ডুকে পড়ে যা যুগ যুগ ধরে চলে আসছে। প্রায় সময় কর্মশালা করে প্রশাসন বাল্য বিবাহ বন্ধ করার পদক্ষেপ নিলে ও কিছু দিন পর ভেস্তে যায় সব পরিকল্পনা। জানা গেছে,সম্প্রতি চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ৩/৪টি বাল্য বিবাহ বন্ধ হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, চকরিয়ায় শতকরা ১০জন নারী সেই বাল্য বিবাহের শিকার এবং শতকরা ৩০জন নারী যৌতুকের সেই বিষাক্ত ছোবলের শিকার। চকরিয়ার পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার জানান, সমাজে যত সব অঘটন,মারামারি হানা-হানি ও বিশৃঙ্খলা সব কিছুর মূলে সেই বিষাক্ত বাল্য বিবাহও যৌতুক প্রথা দায়ী। বিশেজ্ঞ ডাক্তারদের ধারনা শিশু মৃত্যুর হার বড়-বড় নানা জটিল রোগ ওই বাল্য বিবাহের কারণে হয়ে থাকে। তাছাড়া আত্মহত্যা,খুন, নারী নির্যাতন সব কিছুর মুলে সেই আদিম যৌতুক প্রথা দায়ী এমনটাই মন্তব্য করেন উপজেলার বিজ্ঞমহল।

চকরিয়া উপজেলা থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে, প্রতি মাসে ১০/১৫ জন নারী নির্যাতনের শিকার হয়। আর সেই খান থেকে ২/৩ জন নারী আত্মহত্যার মত জঘন্য পথ বেছে নেয়। যার মূল কারণ হচ্ছে যৌতুক প্রথা। এই দিকে বাল্য বিবাহের কারণ শিশু মৃত্যুর হারের পাশা-পাশি মাতৃমৃত্যুর হারও বেড়েই চলছে। পক্ষান্তরে বাল্য বিবাহের কবলে পড়ে অনেক অল্প বয়সী নারীর জীবন প্রদীপ নিভে যাচ্ছে। উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা আমিন নামের এক অভিভাবক জানান, তার মেয়েকে যৌতুকের উপডোকন স্বরূপ-১ লাখ টাকা দিতে পারছে না বলে, কেউ তার মেয়েকে বিবাহ করতে রাজি হয় না। চকরিয়ার সচেতন মহল সেই যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ রোদে সকলকে এগিয়ে আসার আহবান জানান, এবং এই ব্যাপারে জেলা পুলিশ সুপার, চকরিয়ার উপজেলা নিবার্হী অফিসার,ওসির হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...