প্রকাশিত: ২৬/১১/২০১৪ ৮:৫১ অপরাহ্ণ

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার পিচ ইয়াবা ও ৩ লিটার বাংলা উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক দুই পাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি দমদমিয়া বিওপি’র সুবেদার তুতা মিয়ার সড়কের টেকনাফের ১৪ নম্বর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ইয়াবাগুলো সড়কে ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা। এপরদিকে সকাল সাড়ে ৮টায় হোয়াইক্যংয়ে চেকপোষ্ট বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২শ’৭৫ পিচ ইয়াবা উদ্ধার করে। অন্যদিকে দুপুর ১২টায় হ্নীলা বিওপি’র জওয়ানরা রসুলাবাদ আ¯্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬শ’৭৬ পিচ ইয়াবা উদ্ধার করে। এদিকে সকাল ৮টায় সাবরাং বিওপি’র হাবিদার আলম রাব্বির নেতৃত্বে বিজিবি জওয়ানা পুরাতন পাড়ায় অভিযান চালিয়ে ১৩ পিচ ইয়াবাসহ ঐ এলাকার হোসেন আহমদের পুত্র সাব্বির আহমদকে (৩৫) আটক করে। এছাড়া দুপুর দেড়টায় দমদমিয়া চেকপোষ্টে বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৩ লিটার বাংলা মদ টেকনাফ কায়ুকখালী পাড়া এলাকার আশরাফ আলীর পুত্র নুরুল আলমকে (৩৫) আটক করে। পরে আটককৃত পাচারকারীকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজীর কাছে হস্থান্তর করলে মোবাইল কোর্ট এর মাধ্যমে সাব্বিরকে ২ মাস ও নুরুল আলমকে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...