প্রকাশিত: ২৬/১১/২০১৪ ৮:৫০ অপরাহ্ণ
উখিয়ার ‘রেবি ম্যাডামের’ বিরুদ্ধে আরও ২ মামলা

Rebi copy
কক্সবাজার প্রতিনিধি : উখিয়ার অন্যতম শীর্ষস্থানীয় আদম পাচারকারী ‘রেবি ম্যাডাম’ খ্যাত রিজিয়া আকতার রেবির (৪০) বিরুদ্ধে আরও দুটি নতুন মামলা হয়েছে। সোমবার রাত ৯টায় কক্সবাজার সদর ও উখিয়া থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন দেওয়ান জানান, কক্সবাজার সদর থানায় ডিবি বাদী এবং উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে। এর আগে রেবির বিরুদ্ধে আরও ২টি মামলা হয় বলে জানান তিনি।

কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের জাহাঙ্গীরের মেস থেকে রবিবার বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রেবিকে আটক করে। রেবি কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার নুরুল কবিরের স্ত্রী। এর আগে আদম পাচারের মামলায় তার স্বামী নুরুল কবিরকেও গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, রেবির ব্যাগে পাওয়া দুই চেক বইতে ৮৪ লাখ ও ৭২ লাখ টাকার হিসাব পাওয়া গেছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...