মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
দালালের বর্বর ও অমানষিক নির্যাতনে মারা গেলো মালয়েশিয়াগামী কক্সবাজার রামুর ঈদগড়ের দরিদ্র রফিকুল ইসলাম। মৃত্যুর খবরে সংশ্লিষ্ট পরিবারে চলছে শোকের মাতম। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগড় বড়রইরচরের দিনমজুর দিল মোহাম্মদের পুত্র রফিকুল ইসলাম (২৪) মাসখানেক পূর্বে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে দালাল মারফত বিভিন্ন স্থান ঘুরে অবশেষে ৫/৬ দিন আগে মালয়েশিয়ায় পৌঁছে। দালালচক্র তাকে মালয়েশিয়ার গহীন জঙ্গলে নিয়ে টাকার জন্য চাপাপাচি ও মারধর করতে থাকে। এক পর্যায়ে মোবাইলের মাধ্যমে দালালরা তার স্বজনদের সাথে যোগাযোগ করে প্রচুর টাকা দাবী করতে থাকে। অতি দরিদ্র পিতার পক্ষে তাদের দাবীকৃত টাকার ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় দালালরা তাকে নানা নির্যাতন ও মারধর করে। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মৃত্যুর খবরটি ২৪ নভেম্বর রাতে স্বজনদের নিকট পৌঁছুলে পরিবারের সবাই তাদের এক সদস্যকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন। তার সাথে মালয়েশিয়া উদ্দেশ্যে যাওয়া তারই প্রতিবেশি বাইশারী রাঙ্গাঝিরির শামশুল আলমের ছেলে নেজাম উদ্দিন মোবাইলে পরিবারের সদস্যদের নিকট মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলে জানা গেছে। অন্য লোকদের কাছ থেকেও নিহতের স্বজনরা অনুরূপ খবর পেয়েছেন বলে শোনা গেছে। উল্লেখ্য, ঈদগড়ে মালয়েশিয়া সহ বিদেশ নেয়ার নামে বহিরাগত ও বার্মাইয়া মিলে অর্ধ শতাধিক দালাল দীর্ঘদিন সক্রিয় রয়েছে। ইতোপূর্বে ইউনিয়নের কাটাজঙ্গল এলাকা থেকে দু পাচারকারী দালালকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। এ কারণে দালালরা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ এলাকার অনেকের। সচেতন মহল দালালদের চিহিৃত পূর্বক আইনের আওতায় আনলে অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেয়ার ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন।
প্রকাশিত: ২৫/১১/২০১৪ ৮:৪৩ অপরাহ্ণ
পাঠকের মতামত