মহিউদ্দিন মাহী, কক্সবাজার:
কক্সবাজার বিমান বন্দরে ২০, হাজার ইয়াবাসহ একই পরিবারের মা-বাবা-মেয়েসহ ৬জনকে আটক করেছে কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৪ নভেম্বর বিকাল ৩টায় কক্সবাজার বিমান বন্দরে আটক হয় এরা। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার ছোট হাবিব পাড়ার মৃত আব্দুর শুক্কুরের ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী মমতাজ বেগম (৪০), তাদের মেয়ে নাসিমা আক্তার (১৮) ও নসিমা আক্তার (২১), টেকনাফের পল্লান পাড়ার শওকত আলীর ছেলে নাহিদুল ইসলাম এবং কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ার মোহাম্মদ হোসেনের ছেলে ছাইফুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার বিকালে এই অভিযান চালায়।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তা কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ধৃতরা ৩টা ১৫ মিনিটে ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে যোগে ঢাকা যাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী তাদের ব্যাগ তল্লাশি করা হলে ওই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে গোয়েন্দা পুলিশকে খবর দেয়া হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, বিমান বন্দর থেকে ফোন পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে যান। ওই যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি জানান, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তাার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
পাঠকের মতামত