প্রকাশিত: ২৪/১১/২০১৪ ৯:১০ অপরাহ্ণ

মহিউদ্দিন মাহী, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে
গ্রেপ্তার হওয়া ‘জঙ্গী’ ছালামত উল্লাহ নিয়ন্ত্রণাধীন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার ‘আদর্শ শিক্ষা নিকেতন’ নামের মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ওই অভিযান চালান।
উপ-পরিদর্শক ফারুক সাংবাদিকদের জানান, পুলিশী অভিযানে সালামত উল্লাহ পরিচালিত প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী পরিচয়, বই-পত্র, মাদ্রাসার বিভিন্ন কাগজপত্র তল্লাশি করেন। ওই সময় বেশকিছু কাগজপত্রও জব্দ করা হয়। পুলিশ জানায়, ওই অভিযানের খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তারা পালিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, সালামত উল্লাহ রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সভাপতি। গত রোববার চট্টগ্রাম থেকে আটক ৫ জনের একজন হলেন সালামত উল্লাহ। মুহুরী পাড়ার মাদ্রাসাটি তিনি গত ৬ বছর ধরে পরিচালনা করছেন।
তিনি জানান, ওই মাদ্রাসায় রোহিঙ্গা ছাত্র-শিক্ষক অথবা জঙ্গি সংশ্লিষ্ট কোন তথ্য পাওয়া যায় কিনা তা দেখার জন্য ওখানে অভিযান চালানো হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...