প্রকাশিত: ২৪/১১/২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ
রোহিঙ্গা শিবিরে অবস্থানকারী জঙ্গিরা গ্রেপ্তার আতংকে

শহিদুল ইসলাম, উখিয়া::
পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা জঙ্গি শফি উল¬াহ রোহিঙ্গাদের আর্থিক সহযোগিতার কথা বলে বিভিন্ন বিদেশী এনজিও সংস্থার টাকা নিয়ে কোটিপতির খাতায় নাম লিখিয়েছে। তার ঢাকা উত্তরা ১২ সেক্টর ১৭ নং রোডে ১নং বিলাস বহুল বাড়ি রয়েছে। এছাড়াও চট্টগ্রাম শহরের নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে আলিশান বাড়িতে বসে রোহিঙ্গা জঙ্গিদের নিয়ে গোপনে কার্যক্রম চালিয়ে আসছিল।

২০০৯ সালে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন। ১৯৬৯ সালের দিকে মিয়ানমার থেকে তার বাবা চট্টগ্রাম শহর থেকে কাপড় নিয়ে মিয়ানমারে ব্যবসা করা সুবাদে নাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পরবর্তী সময়ে। তার বাবা ছালেহ আহমদ তৎকালীন রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন পুরিক্ষা নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। নাইক্ষ্যংছড়িতে স্থায়ীভাবে বসবাসের সুযোগে বাংলাদেশী নাগরিক হিসাবে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেন। চট্টগ্রাম শহরে গত রোববার গোয়েন্দা পুলিশের হাতে খুলশী থানার জিইসি মোড় হোটেল লর্ডস ইন থেকে আটক হয়। ওই সময় পাকিস্তানের করাচি বাসিন্দা মোঃ আলম (৪৫), মোঃ আমিন (৫০), আব্দুল মজিদ (৩০), কক্সবাজারের জঙ্গিনেতা শেখ সালামত উল¬াহ (৪৫)সহ ৫ জন আটক হয়। এ ঘটনায় পুরো কক্সবাজার ও বান্দরবান জেলার তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই জঙ্গিনেতা শফি উল¬াহ ও শেখ সালামত উল¬াহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ও টেকনাফ নয়াপাড়া এবং লেদা বস্তিতে বসবাসকারী জঙ্গি রোহিঙ্গা নেতারা গ্রেপ্তার আতংকে ভোগছে। কুতুপালং শরণার্থী শিবির ঘুরে জানা যায়, কক্সবাজারের ঝিলিংজা এলাকায় ইসলামিক সেন্টারের নামে জঙ্গি নেতা রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সামরিক উপদেষ্ঠা সালাউল ইসলামের আর্থিক সহযোগিতায় কুতুপালং ও নয়াপাড়া লেদা ক্যাম্পে ৩ শতাধিক জঙ্গি ক্যাডার মাসিক ভিত্তিক অর্থের বিনিময়ে ইত্তেহাদুল রোহিঙ্গা জঙ্গি সংগঠনের নামে বিদেশী বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে। ওই সব জঙ্গিরা রোহিঙ্গাদের অত্যচার নির্যাতনের কথা বলে চট্টগ্রামে বসবাসকারী ইত্তেহাদুল জঙ্গি সংগঠনের নেতা কালাদন প্রেসের মালিক রোহিঙ্গা ভিত্তিক সংবাদ সংস্থার মালিক আবু তাহের বহিঃ বিশ্বে ভিডিও চিত্র প্রকাশ করে থাকেন। কুতুপালং ক্যাম্পের বি ব¬কের বসবাসকারী ইত্তেহাদুল জঙ্গি সংগঠনের নেতা মাষ্টার ছৈয়দ হোছন, ই ব¬কের মাষ্টার মনির ও নয়াপাড়া ক্যাম্পের আমান উল¬াহ কক্সবাজার ডিজিটাল হাসপাতালের পাশে ইত্তেহাদুল জঙ্গি সংগঠনের কার্যালয়ে জঙ্গি তৎপরাতা চালিয়ে থাকে।

Jongi

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কুতুপালং আনরেজিষ্ট্রার ক্যাম্পের রোহিঙ্গা মাষ্টার ইকবাল জঙ্গি সংগঠনের অর্থায়নে ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সে সম্প্রতি বাংলাদেশী পার্সপোট ব্যবহারকরে সৌদি আরবে পাড়ি দিয়ে ছিল। একই ক্যাম্পের হাবিবুর রহমানের ছেলে জঙ্গিনেতা ছৈয়দ আহমদ ৭ দিন আগে বাংলাদেশী পার্সপোট ব্যবহার করে সৌদি আরবে গিয়ে ওখানে অবস্থানকারী রোহিঙ্গা জঙ্গিনেতাদের সাথে বৈঠক শেষে কুতুপালং ক্যাম্পে ফিরে আসেন। নয়াপাড়া ক্যাম্পের মৌলভী হোছন কুতুপালং এফ ব¬কে বর্তমানে অবস্থান করছে। ইত্তেহাদুল জঙ্গি সংগঠনের নামে দায়িত্বপালন করছেন কুতুপালং ক্যাম্পের বি ব¬কের হাফেজ নঈম, জি ব¬কের মৌলভী শফি, আনরেজিষ্ট্রাট মোঃ নূর, জি ব-কের আবুল ছালে, আবু ছিদ্দিক ওরফে জঙ্গি ছিদ্দিক, মনিরুজ্জামান, মাষ্টার ফখরুল ইসলাম, আনোয়ার সাদেক, হাফেজ জালাল উদ্দিন, টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৌলভীপাড়া শামশুল আলম, কক্সবাজার সদর উপজেলার ঈদগার আবু আব্দুল¬াহ, কক্সবাজার পাহাড়তলী এলাকার মৌলভী আবু ছালে, উখিয়া মনখালীর জোবাইর, শাপলাপুরের ডাঃ খাইরুল আমীন, মৌলভী আজিজ। এসব জঙ্গিনেতারা রোহিঙ্গাদের স্বদেশে ফেরত না যেতে উৎসাহ যোগাচ্ছে বলে কুতুপালং এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জানিয়েছেন। সূত্রে জানা যায়, কুতুপালং শরণার্থী শিবির থেকে রিসেটেলম্যান্ট হওয়া অষ্টলিয়ায় অবস্থানকারী খালেদ ও ক্যাম্প থেকে উচ্চ শিক্ষার জন্য যাওয়া সৌদি আরবে অবস্থানকারী খালেদ ও রোহিঙ্গাদের পিছনে জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া কক্সবাজারের রোহিঙ্গা জঙ্গিদের শীর্ষ নেতা শেখ সালামত উল¬াহ রোহিঙ্গাদের আর্থিক মানবেতর সেবার নামে কোটি কোটি হাতিয়ে নিয়ে কোটিপতি হয়েছে। ওইসব নেতারা আটক হওয়ার খবরে উখিয়ার কুতুপালং ও টেকনাফ নয়াপাড়া এবং লেদা রোহিঙ্গা বস্তিতে বসবাসকারী জঙ্গি রোহিঙ্গারা গ্রেপ্তার আতংকে ভোগছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) এ.এইচ.এম তহিদুল ইসলামের নিকট জানতে চাইলে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে আটক জঙ্গিনেতা শফি উল¬াহর বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নাই বলে জানান। কুতুপালং ক্যাম্প পুলিশের ইনচার্জ শহিদুল হক জানান, রোহিঙ্গা বস্তিগুলোতে বাহির থেকে বিভিন্ন সময়ে কোন জন এসে রোহিঙ্গাদের সাথে বৈঠক করার সত্যতা স্বীকার করলেও ক্যাম্পে জঙ্গি তৎপরতা আছে কি না জানতে চাইলে সে এড়িয়ে যান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...