সিএসবি২৪ ডটকম ॥
কক্সবাজারের টেকনাফ উপজেলায় হোয়াইক্যং হরিখোলা চাকমা পাড়া গ্রামে অপরাধ জগতের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়ে উঠেছে। ফলে এলাকায় নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টির পাশাপাশি হুমকির মুখে পতিত হচ্ছে উঠতি বয়সী যুব সমাজ।
১৯ নভেম্বর সরেজমিন গিয়ে জানা যায়, হরিখোলা চাকমা পাড়া গ্রামের যতন রওয়াজার পুত্র হেডম্যান ক্যমংছিং চাকমা (৪৫), ঔমং চাকমা পুত্র ভংয়ের(৪০), চৈবাচিং চাকমা (৪৫) মংচাবে চাকমা (৫০)সিংইউ চাকমা (৪০) সহ সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরাচালান ও মাদক পাচার সহ নানা ধরণের অপরাধ কর্মকান্ড সংঘটিত করে সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে প্রতিনিয়ত। এছাড়া অবৈধ অস্ত্র, হাতি মারা, শাপলাপুর ঢালায় ডাকাতির সংশ্লিষ্টতা সহ নানা অপকর্মের অভিযোগও রয়েছে ক্যামংচিং চাকমার বিরুদ্ধে। ফলে হোয়াইক্ষ্যং হরিখোলা চাকমাপাড়া অনেকটাই অপরাধজগতের অভয়ারণ্যে পরিনত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানায়, তার এসব অপকর্মের বিরুদ্ধে ভয়ে সমাজের কেউ মুখ খুলতে চাই না। তার শিক্ষক নিমং চাকমা ভয়ে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। হোয়াইক্ষ্যং পুলিশ ফাঁড়ির দায়িত্ব অফিসার মাশরুল হক এ ব্যাপারে এখনও কোন প্রকার অভিযোগ আসেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
স্থানীয় সচেতন মহল এসব অপকর্ম প্রতিরোধ সহ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপ ও তৎপরতা অব্যাহত রাখা জোর দাবী জানান।
পাঠকের মতামত