প্রকাশিত: ২০/১১/২০১৪ ৮:৪৭ অপরাহ্ণ , আপডেট: ২০/১১/২০১৪ ৯:০১ অপরাহ্ণ
মাদক ব্যবসায়ীদের ‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি : শামীম ওসমান

51104_shamim
সিএসবি২৪ ডটকম॥
মাদক ব্যবসায়ীদের ‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ এমপি শামীম ওসমান। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কুতুবপুরে এক জনসভায় তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, মাদক ব্যবসায়ী যে হোক কাউকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ‘কলিজা টান দিয়ে ছিড়ে ফেলা’ হবে। যদি দলের কেউ মাদক ব্যবসা করে কিংবা ব্যবসায়ীদের প্রশ্রয় দেয় তাহলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসা করে তারা সমাজের শত্রু, এরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের নিমূর্ল করতে হবে। অন্যথায় এ সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করা যাবে না। উপস্থিত জনতার উদ্দেশে শামীম ওসমান বলেন, কেউ ভয় দেখালে আমাকে জানাবেন, আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত আপনারা যা করেছেন, কাল থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আর যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসতে পারেন তা হলে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। এলাকা উন্নয়নের স্বার্থে আমি সব করতে পারি। মাওলানা মোহাম্মদ হোসেন রসুলপুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারন সম্পাদক শওকত আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...