হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো: জকরিয়া (৩০) নামের এক লম্পট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সূত্র মতে, বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মিয়াজির পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ী ওই এলাকার মৃত ফজল আহমদের ছেলে। অভিযানে নেতেৃত্বদেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আবুল কাশেম।
স্থানীয়রা জানিয়েছেন, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক শিশু ছাত্রীকে বুধবার দুপুরে রাস্তা থেকে ডেকে নিয়ে জকরিয়া তার দোকানে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সে গা ডাকা দেয়। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইকুল আহম্মেদ ভূইয়া এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের স্বীকার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ অভিযান চালিয়ে দ্রুত আটক করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত