
মনিরুল ইসলাম মনি ,সাতক্ষীরা :
সাতক্ষীরায় সন্দেহভাজন জেএমবি’র সদস্য সেলিম সরদার ওরফে সেলিম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সেলিম সাতক্ষীরার ইটাগাছা এলাকার তমিজউদ্দীন সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, সেলিম বাবু সাতক্ষীরার আলোচিত গাছ কাটা ও সহিংসতা মামলার চার্জশীটভুক্ত আসামি। সম্প্রতি জেএমবি জঙ্গিদের সাথে তার সম্পৃক্ততার অভিযোগে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের আলী জানান, সাতক্ষীরা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সেলিম বাবু’র বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া জেএমবি’র সক্রিয় সদস্য হিসেবে পুলিশ তাকে সনাক্ত করেছে।
পাঠকের মতামত