প্রকাশিত: ২০/১১/২০১৪ ৪:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ১৭ হাজার ভারতীয় রুপিসহ সেলিম মাহমুদ (৪৪) নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
পিকে-২৬৬ নম্বর ফ্লাইটে ওই যাত্রী বাংলাদেশে আসেন। সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীকে তল্লাশী করে রুপিগুলো উদ্ধার করে। কাস্টমস কর্তৃপক্ষের সহকারি কমিশনার রুহুল আমিন এ তথ্য জানান।
পাচারের উদ্দেশ্যেই এই রুপি নিয়ে আসে ওই পাকিস্তানী নাগরিক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পাঠকের মতামত