
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ = টেকনাফের নোয়াখালীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবিবাহিতা এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক মোঃ ফেরদাউসকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
২০ নভেম্বর দুপুর ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। টেকনাফের নোয়াখালীয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহমান রহমান বাহার (০১৮১৮০৫০০৩৬) শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক মোঃ ফেরদাউসকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, প্রধান শিক্ষক মোঃ ফেরদাউসের বিরুদ্ধে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম শালীনতাহানীর অভিযোগ এনে ২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছিলেন। রাবেয়া বেগম লিখিত অভিযোগে জানান, প্রধান শিক্ষক তাকে প্রায় সময় উত্ত্যক্ত করে আসছিল। ইতিপূর্বে শিক্ষা অফিসারকে এব্যাপারে মৌখিকভাবে জানানো হলে তিনি তা মিমাংসা করে দেন। সর্বশেষ ২ নভেম্বর বিদ্যালয় চলাকালীন অফিস কক্ষে আর কোন শিক্ষক না থাকার সুযোগে প্রধান শিক্ষক তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকালে উভয় পক্ষকে নিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য সহকারী শিক্ষিকাকে পরামর্শ দেওয়া হয়েছিল। উক্ত পরামর্শের প্রেক্ষিতে রাবেয়া বেগম টেকনাফ মডেল থানায় সেদিনই লিখিত অভিযোগ দাখিল করেন। টেকনাফ মডেল থানার পুলিশ দল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছিলেন।
পাঠকের মতামত