
সিএসবি২৪ ডটকম:
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুই দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি শেষ করেন খালেদার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদিন। গত সোমবার থেকে শুরু করে তিন কার্যদিবস এ শুনানি করলেন তিনি। পরে দুই দুর্নীতি মামলায় খালেদার করা আপিল আবেদনের শুনানি শুরু করেন খালেদার অপর আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বৃহস্পতিবারও এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এ খালেদার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা দুই দুর্নীতি মামলার বিচার চলছে। বিচারিক আদালতে বেশ কয়েকবার পেছানোর পর আগামী ২৪ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম সাক্ষী ও বাদীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মানবজমিন:
পাঠকের মতামত