প্রকাশিত: ১৮/১১/২০১৪ ৮:৩২ অপরাহ্ণ
ঈদগাঁওয়ে হারবাল চিকিৎসার প্রতারণার ফাঁদ

index
সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে হারবাল চিকিৎসার নামে রং বেরংয়ের পোস্টার লাগিয়ে প্রতারণার ফাঁদ বসিয়েছে। জটিল-কঠিন রোগের চিকিৎসার গ্যারান্টিদান সম্বলতি পোস্টার বাজারের অলি গলি ও বিভিন্ন মোড়ে সাঁটানো হয়েছে। এসব পোস্টারে লেখা-কথা বিশ্বাস করে সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, দোকানপাট, স্কুল গেইট ও রাস্তার মোড়ে বিভিন্ন নামে এধরণের পোস্টারের ছড়াছড়ি। জটিল ও কঠিন রোগ নিরাময়ের নামে কিছু অসাধু হারবাল চিকিৎসকের পোস্টার ও হ্যান্ডবিল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তাদের কর্মচারীরা। অনেক সময় রিক্সা, সিএনজি ও রাস্তায় চলাফেরায় ঐ হ্যান্ডবিল যাত্রিদের উদ্দেশ্য ছুড়ে মারে। এতে মানুষ অস্বস্তি ও বিরক্তিবোধ করছেন। এসব অশ্লালীন শব্দ ও আপত্তিকর যৌন উত্তেজক সম্বলিত পোস্টারগুলো স্কুল ও গুরুত্বপূর্ণ দেয়ালে বা গেটে সাঁটানোর ফলে বাজারের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। এলাকার সহজ সরল মানুষ হারবালের পোস্টার ও হ্যান্ডবিলের ফাঁদে পড়ে সেবা নিতে যান। রোগ সারাতে গিয়ে অনেকে আরো নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এলাকার কিছু ভগ্ন স্বাস্থ্যের অধিকারী পাতলা তরুণ-তরুণী স্থায়ী সুন্দর ও ভাঙ্গা গাল ভরাট করার জন্য ঔষুধ সেবন করে সাময়িক উপকৃত হলেও পরে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। সদরের ইসলামাবাদ সাতজোলাকাটা গ্রামের আহমদ ছফা বলেন, রাস্তার পার্শ্বে হারবাল চিকিৎসার পোস্টার দেখে চিকিৎসা নিতে গিয়ে অনেক টাকা ও সময় নষ্ট করেছি। কোন ফল হয়নি। ইসলামপুরের ব্যবসায়ী আমির হোসেন বলেন, বাজারে গত কিছু দিন পূর্বে একজন তরুণ একটি হ্যান্ডবিল ধরিয়ে দেয়। তাতে নানা রোগের বর্ণনা লেখা রয়েছে। তাদের দেয়া ঠিকানায় যোগাযোগ করি রোগ সারাতে। তাদের দেয়া অনেক ঔষুধ সেবন করেছি কোন কাজ হয়নি। পোকখালীর গোমাতলী সড়কের সিএনজি চালক রহমান বলেন, পথে ঘাটে নানা ধরণের পোস্টার দেখে বিশ্বাস করে হারবালের ঔষুধ খেয়ে আমার বারটা বেজেছে। তাদের ঔষুধের অনেক দাম। ঈদগাঁও সরকারী হাসপাতালের ডাঃ আবু সাদেক জানান, জটিল-কঠিন রোগের জন্য সরকারী হাসপাতালে চিকিৎসা নেয়া উচিত।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...