সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা
পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
মহসীন শেখ, কক্সবাজার :
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সিঙ্গার প্লাসের শো-রোমের এ্যাসিষ্টেন্ট আয়াছুর রহমানকে আটক করেছে র্যাব। ধৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মৃত নজির হোসেনের পূত্র। শনিবার রাতে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে দায়িত্বরত এএসপি মো: দেলোয়ার হোসেন ও এএসপি শরাফত ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, বাসটার্মিনালের পার্শ্ববর্তী রহমান কমপ্লেক্সে অবস্থিত সিঙ্গার প্লাস শো-রোমে ধৃত ওই এ্যাসিষ্টেন্ট ইয়াবা বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়। ওসময় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ধৃত ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ কক্সবাজার মডেল থানা পুলিশের কালে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
পাঠকের মতামত