প্রকাশিত: ১৭/১১/২০১৪ ৭:২১ অপরাহ্ণ

images
ইমাম খাইর:
মালয়েশিয়া পাচারের পথে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর সাগর থেকে ৬২৩ জন আরোহীসহ মিয়ানমারের একটি ট্রলার আটক করেছে নৌবাহিনী। ১৭ নভেম্বর সোমবার বিকাল ৫টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ওই ট্রলারটি আটক করে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’। আটককৃতদের মধ্যে নাবিক এবং দালালও রয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।

নৌবাহিনীর সেন্ট মার্টিন ফরোয়ার্ড বেইজের লেফটেন্যান্ট কামান্ডার মোস্তফা কামাল জানান, ট্রলারটি টেকনাফ পৌঁছাতে মঙ্গলবার সকাল হয়ে যেতে পারে। তিনি ধারণা করছেন, ওই ট্রলারের আরোহীরা বাংলাদেশের উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা করছিল। এরপর তারা মিয়ানমারের পতাকাবাহী ওই ট্রলারে ওঠে। সন্দেহ হওয়ায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘দুর্জয়’ ওই ট্রলারে তল্লাশি চালায় বলে লেফটেন্যান্ট কামান্ডার মোস্তফা কামাল জানান।

সুত্র জানায়, সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার পথে প্রায় সময় আটকের ঘটনা ঘটে। সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গল থেকে ৭৮ জন বাংলাদেশী উদ্ধার করা হয়। তবে গভীর সাগরে কোনো নৌযান থেকে এর আগে একসঙ্গে এতো মানুষকে উদ্ধার করা হয়নি।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষ পাচার হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু।এর বাইরে একটি বড় অংশ কাজের খোঁজে প্রাণের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...