প্রকাশিত: ১৭/১১/২০১৪ ২:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির একটি মামলায় সমন জারি করেছেন আদালত। আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এ মসন জারি করেন। একইসঙ্গে আগামী ১০ই ডিসেম্বর সমন জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত ৭ই নভেম্বর লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেয়া তারেক রহমানের একটি বক্তব্য মানহানির অভিযোগ আনেন। এই অভিযোগে আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনির খান আদালতে মামলা করেন।
পাঠকের মতামত