প্রকাশিত: ১৬/১১/২০১৪ ১:৩৭ অপরাহ্ণ , আপডেট: ১৬/১১/২০১৪ ১:৩৯ অপরাহ্ণ

আতিকুর রহমান মানিক, কক্সবাজার:
কক্সবাজারের বাঁকখালী নদী থেকে একলক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। ১৫ নভেম্বর শনিবার দুপুরে এগুলো জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। পুড়ানো জালের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা হবে বলে কোস্টগার্ড জানিয়েছেন।
কক্সবাজার কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাঈদুর রহমান জানান, একটি ফিশিং বোট থেকে কারেন্ট জালগুলো জব্দ করে নুনিয়াছড়াস্থ কোষ্টগার্ড কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। একই দিন বিকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈনুদ্দীন আহমদ ও কোষ্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে বাঁকখালী নদী তীরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাঠকের মতামত