সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা
পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
খালেদ হোসেন টাপু,রামু::
কক্সবাজারের রামুতে মো. ইমরুল (১৬) নামে এক যুবক ১২ নভেম্বর থেকে নিখোঁজ হয়েছে। সে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম দারিয়াদীঘিস্থ কালুয়ারখলা এলাকার মৃত মো, আলী মিয়ার ছেলে। জানা গেছে ১২ নভেম্বর সকালে নানার বাড়িতে যাওয়ার পথে আর বাড়িতে নিখোঁজ হয় ইমরুল। ইমরুলের গায়ে সবুজ শার্ট, পরনে কালো রঙের প্যান্ট, তার গায়ের রঙ ফর্সা। ইমরুলের মা গুলজার বেগন জানান ১২ নভেম্বর সকালে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার জন্য বের হয়। এর পর থেকে সে আজ পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তিনি আরও জানান এখনো পর্যন্ত ইমরুল ফিরে না আসায় তার পরিবার পরিজন উৎকণ্ঠায় রয়েছেন। এদিকে মা গুলজার বেগম তাকে উদ্ধারের জন্য রামু থানায় একটি নিখোঁজ ডাইরী দায়ের করেছে।
পাঠকের মতামত