প্রকাশিত: ১৩/১১/২০১৪ ৬:১৯ অপরাহ্ণ
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি : স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট

Crime1
মাহমুদুল হক বাবুল, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের এক বসত ঘরে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ টার দিকে।

জানা যায়, উপজেলার ক্রাইমজোন নামে খ্যাত কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের চি‎িহ্নত ডাকাতরা দিন দিন বেপরোয়া হয়ে নানা অপরাধ জনক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শরণার্থীর রেজিষ্ট্রাট ক্যাম্পের শীর্ষ ডাকাত ও জঙ্গি সংগঠনের অস্ত্র প্রশিক্ষক মৌলভী নূর কালাম, মোস্তফিজ, নূরুদল ইসলামের নেতৃত্বে একদল চিহ্নিত ডাকাতরা মঙ্গলবার রাত ১০ টার দিকে একই ক্যাম্পের সানজিদা বেগমের বসত ঘরের দরজা ভেঙ্গে তাকে অস্ত্রের মূখে জিম্মি করে বেধড়ক মারধর পূর্বক আলমিরার তালা ভেঙ্গে স্বর্ণলাংকার ও নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে সানজিদা বেগম বাদী হয়ে ৩ শীর্ষ ডাকাতকে আসামী করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৭৫/১৪। সানজিদা বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন আমি ৩ শীর্ষ ডাকাতের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডাকাতরা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এক সপ্তার মধ্যে আদালত থেকে আমি মামলা তুলে না নিলে আমাকে ও আমার ছোট্ট শিশুকে এসিড নিক্ষেপ করে ঘর বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে থাকে। সানজিদা বেগম সাংবাদিকদের আরও বলেন, তিনি তার পরিবার পরিজন নিয়ে ডাকাতদের অব্যাহত হুমকির মধ্যে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছে। এব্যাপারে সানজিদা বেগম জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...