প্রকাশিত: ১১/১১/২০১৪ ১:১২ অপরাহ্ণ

সিএসবি২৪ ডটকম ॥
কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলায় তার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে বিচারাধীন বিষয়ে মন্তব্য না করতে তাকে সতর্ক করে দিয়েছেন বিচারক। আজ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন তার আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর বদির পক্ষে ছিলেন আব্দুল মতিন খসরু ও নাসরিন সিদ্দিকা লিনা। উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা এই মামলায় গত ২৭শে অক্টোবার হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান বদি। তার বিরুদ্ধে ইয়াবা পাচারে স¤তৃক্ততারও অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত