প্রকাশিত: ১০/১১/২০১৪ ৬:০৪ অপরাহ্ণ

ঢাকা: কামারুজ্জামানের ফাঁসির আদেশ কার্যকর করার পদক্ষেপ বন্ধ করতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এই নোটিশটি পাঠান।
আইন ও স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসির রায় কার্যকর করার পদক্ষেপ বন্ধ করতে বলা হয়।
নোটিশে বলা করা হয়, গত ৫ জানুয়ারির নির্বাচন ছিল অবৈধ। ওই নির্বাচনের এই সরকারও অবৈধ। কাজেই অবৈধ এই সরকার কামারুজ্জামানের ফাঁসির আদেশ কার্যকর করতে পারে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসির রায় কার্যকর করার পদক্ষেপ বন্ধ না করলে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হবে।
পাঠকের মতামত