
পলাশ বড়ুয়া॥
কক্সবাজার জেলার উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করে উচ্চ আদালত।
জানা যায়, সম্প্রতি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব সবুর হোছন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেন। এ নির্দেশের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ তার বিরুদ্ধে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দেওয়া সাময়িক বহিস্কারাদেশ স্থগিত করেন।
৯ নভেম্বর হাইকোর্ট ডিভিশনে স্পেশাল অর্জিন্যাল জাস্টিশনে ১০০২৬/২০১৪ নং একটি রিট পিটিশন দায়ের করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সুলতান মাহমুদ চৌধুরীকে উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করার আদেশ প্রদান করে বলে তার আইনজীবি এডভোকেট এম মাহবুবুর রহমান খাঁন স্বাক্ষরিত একপত্রে নিশ্চিত হওয়া গেছে।
বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন, সিনিয়র আইনজীবি এডভোকেট ইমরান ও এডভোকেট এম মাহবুবুর রহমান খান। উল্লেখ্য যে, সম্প্রতি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের এক পরিপত্রে উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছেনুয়ারা বেগমকে প্রশাসনিক ও আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পন করেছিলেন।
পাঠকের মতামত