প্রকাশিত: ০৯/১১/২০১৪ ১:০১ পূর্বাহ্ণ

image_148661.tolar
বঙ্গোপসাগর থেকে কক্সবাজারের পাঁচটি ট্রলারসহ ৫০ মাঝি-মাল্লাকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। সাগরে জলদস্যু কবলিত আরো তিনটি মাছ ধরা ট্রলারের ৩০ জন আহত জেলে শনিবার বিকেলে তীরে ফিরে এসে এখবর জানিয়েছে। দস্যুরা এ তিন ট্রলারের কমপক্ষে ২৫ লাখ টাকার মাছ ও ট্রলারের সরঞ্জামাদি লুট করে নিয়েছে।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতিরসহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের সমিতিভুক্ত এফবি শাহ মজিদিয়া, এফবি ফারিয়া, এফবি লিলি, এফবি আল্লাহর দান, এফবি সুমা ফিশিং ট্রলারের ৫০ জন মাঝি মাল্লাসহ ট্রলারগুলো অপহরণ করা হয়েছে। একই সঙ্গে এফবি নাহিদা, এফবি আল সমর ও এফবি জুবাইদা নামের আরো তিনটি ফিশিং ট্রলার মাছ, জালসহ মূল্যবান মালামাল লুট করেছে দস্যুরা।’
এফবি শাহমজিদিয়ার মালিক আয়ুব আলী জানিয়েছেন, ইতিমধ্যে তার ট্রলারটিসহ জেলেদের ছাড়িয়ে দিতে মোবাইল ফোনে মোটা অঙ্কের টাকা দাবি শুরু করেছে জলদস্যুরা। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক জানিয়েছেন, দস্যুদের অপহৃত অন্য ট্রলারগুলো থেকেও মুক্তিপণ চাওয়া হতে পারে। এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হচ্ছে। এদিকে সাগরে অব্যাহত দস্যুতার মুখে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি আজ রবিবার বিকেলে এক জরুরি সভা আহ্বান করেছে। ওই সভায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...