উপকুলীয় সংবাদদাতা ॥
উখিয়া জালিয়াপালং, মনখালী চাকমা পাড়া গ্রামে ধানক্ষেত পাহারা দেওয়ার জন্য পাহাড়ি পথে যাত্রা কালীন ডাকাতের গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় ৭ নভেম্বর মনখালী নতুন পাড়ায় রইমন চাকমার পুত্র চিউমং চাকমা (২৫) সন্ধ্যা ৭ ঘটিকায় ধানক্ষেত পাহারার জন্য বাড়ী থেকে পাহাড়ী পথে যাওয়ার সময় এক পাহার থেকে হঠৎ একদল ডাকাত তাকে লক্ষ করে গুলি করলে ডানপায়ের দিকে পাজরে গুলিবিদ্ধ হয় । তখন তিনি অজ্ঞান হয়ে পরে যায়। পরে অপরাপর লোকজনও ক্ষেত পাহারা দিতে যাওয়ার পথে অজ্ঞান অবস্থায় দেখে শৌরচিৎকার করলে স্থানীয় কিছু লোক এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায় । ফলে ডাকাত দলের কাউকে চিনতে পারেনি বলে জানায়। গুলিবিদ্ধ চিউমং চাকমাকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানেও চিকিৎসাধীন আছে।
এছাড়াও শুক্রবার ও শনিবার বিকাল ৩ ঘটিকায় কিছু লোক হোয়াইক্যং থেকে যাওয়ার সময় ডাকাতরা তাদের দাওয়া-পাল্টা ধাওয়া করে । অনেকে পুলিশের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং চলতি জেএসসি/জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিরাপদ যাতায়াতে ডাকাতির ভয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে হোয়াইক্ষ্যং পুলিশ ফাড়ির ইনচার্জ মাশরুল হক কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টির ব্যাপারে তিনি কিছুই জানেন না। এছাড়া পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ যাতায়াতে নিরাপত্তাহীনতার বিষয়ে জানতে চাইলে তিনি দীর্ঘদিন যাবত পুলিশ নিরন্তর দায়িত্ব পালন করছে।
পাঠকের মতামত