প্রকাশিত: ০৮/১১/২০১৪ ১০:৪২ অপরাহ্ণ
টেকনাফে হ্যান্ডকাপ সহ পালিয়েছে ইয়াবা গডফাদার

Arrest..
শমশুল আলম শারেক /জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় পুলিশের হাত থেকে বিভিন্ন মামলার পলাতক আসামী সীমান্তের ডন খ্যাত ইয়াবা গডফাদার বার্মাইয়্যা শমশু হ্যান্ডকাপ সহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় উক্ত ইয়াবা গডফাদার শমশুর স্ত্রী রিফা সহ ৪জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, ৮ নভেম্বর ভোর রাত ৩টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের উপ পরিদর্শক এস.আই. আলমগীর ও ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সীমান্ত এজনপদের ইয়াবার মহারাজা বার্মাইয়্যা শমশুকে গ্রেপ্তার করতে ইউনিয়নের পূর্ব সিকদারপাড়াস্থ বাড়ীতে অভিযান চালায়। দুঃসাহসিক পুলিশী অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ইয়াবা স¤্রাট বার্মাইয়া শমশু আটকের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে আটকের কিছুক্ষণ পরেই পুলিশের সাথে ব্যাপক ধস্তধাস্তি করে হ্যান্ডকাপ সহ পালিয়ে গেছে বলে সুত্র নিশ্চিত করেছে। ইয়াবা স¤্রাট শমশু হ্যান্ডকাপ সহ পালিয়ে যাওয়ার খবরে অতিরিক্ত পুলিশ এসে পূর্ব সিকদারপাড়া ও তার বাড়ীতে ঝটিকা অভিযান চালিয়ে স্ত্রী রিফা, তাঁর শ্বশুর মৃত কবিরাজ ছৈয়দ আলমের পুত্র রফিক, পালাতে সহযোগীতা করার অভিযোগে বাজারের নাইটগার্ড মৃত ফকির আহমদের পুত্র মকবুল আহমদ ও পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত মাহমুদুর রহমানের পুত্র জহির আহমদকে আটক করে। পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ সহ ইয়াবা স¤্রাট পালিয়ে যাওয়ায় পুরো জেলা জুড়ে রীতিমত আলোচনা-সমালোচনা চলছে। এদিকে হ্যান্ডকাপ সহ শীর্ষ মাদক ব্যবসায়ী বার্মাইয়্যা শমশু পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার ঘটনায় আটককৃতদের ছাড়িয়ে নিতে পুলিশের কাছের লোক বলে পরিচিত “আ” আদ্যাক্ষরের এক ব্যাক্তি মোটা অংকের মিশনে নেমেছে বলে নির্ভরযোগ্য একাধিক সুত্র নিশ্চিত করেছে। যোগাযোগ করা হলে অভিযান পরিচালনাকারী পুলিশের উপ পরিদর্শক আলমগীর অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, বার্মাইয়্যা শমশুর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে জনৈক কনেষ্টবল হ্যান্ডকাপ পরাতে চাইলে সে অনাকাংখিতভাবে ধস্তা ধস্তি করে পালিয়ে যায়। তবে হ্যান্ডকাপ নিয়ে পালানোর কথাটি তিনি অস্বীকার করেন। এদিকে মডেল থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে হ্নীলা এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী বার্মাইয়্যা শমশুর স্ত্রী রিফা, শ্বশুর রফিক সহ ৪জনকে আটক করেছে। তিনিও হ্যান্ডকাপ নিয়ে পালানোর কথা অস্বীকার করেন। তবে আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান। উল্লেখ্য মিয়ানমারের নাকপুরা কাছারীবিল এলাকার মোহাম্মদ হোছাইনের পুত্র শামশুল আলম প্রকাশ বার্মাইয়্যা শমশু হ্নীলা-টেকনাফে ইয়াবা ব্যবসার জনক বলে জন¯্রােত রয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...