প্রকাশিত: ০৮/১১/২০১৪ ৪:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি পায়নি তার পরিবারের সদস্যরা।
আজ শনিবার দুপুরে কামারুজ্জামানের ছেলে ইকবাল হাসান ওয়ামী বলেন, পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি চেয়ে গতকাল (শুক্রবার) জেল সুপারের কাছে একটি আবেদন করেছি। আজ জানানো হয়েছে দেখা করার অনুমতি দেওয়া হবে না।
এ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, আবেদন করলেই দেখা করার অনুমতি দিতে হবে এমন নয়। সূত্র : বিডি-প্রতিদিন
পাঠকের মতামত