প্রকাশিত: ০৮/১১/২০১৪ ৪:০২ অপরাহ্ণ

images
সিএসবি প্রতিবেদক ॥
রামু উপজেলার খুনিয়াপালং এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ হোছনের মালিকানাধীন ডাম্পার গাড়ীটি চট্টগ্রাম পাঁচলাইশ এলাকা থেকে রামু খুনিয়াপালং এর গাড়ীচোর সিন্ডিকেট ছিনতাই করার অভিযোগ উঠেছে। রামু থানা পুলিশ খুনিয়াপালং এলাকায় গাড়ীটির সন্ধান পাওয়ার পরও উদ্ধার করতে ব্যর্থ হয়।

জানা যায়, ৮ সেপ্টেম্বর খুনিয়াপালংয়ের জোড়া খুনের ঘটনায় নিহতের স্বামী রিদুয়ান জেলে থাকার সুবাধে তার সহায় সম্পত্তি লুটপাট করার উদ্দেশ্যে রিদুয়ানের শ্বশুর নুরুল কবির এ ন্যাক্কারজনক ঘটিয়ে যাচ্ছে বলে গুরুত্বর অভিযোগ উঠেছে। রিদুয়ানের নিকটাতœীয় উখিয়ার সোনারপাড়া গ্রামের চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ হোছন বিদেশে চলে যায়। ওই সময় থেকে জেলে থাকা রিদুয়ানের শ্বশুর নুরুল কবিরের লুলোপ দৃষ্টি পড়ে ওই গাড়ী সহ তার যাবতীয় সহায় সম্পত্তির উপর।

সৌদি আরবের মক্কার শহরের খোদাই এলাকায় বসবাসকারী মোহাম্মদ ইউনুছের ছেলে প্রবাসী মোহাম্মদ হোছন দেশে আসার পর একটি ডাম্পার গাড়ী ক্রয় করে তার ভাই রিদুয়ানের নামে। মোহাম্মদ হোছন সৌদি আরব চলে যাওয়ার পূর্বে ওই গাড়ীটি রিদুয়ান মোহাম্মদ হোছনকে ১৮লক্ষ টাকার বিনিময়ে কাগজপত্র মুলে ক্রয় করে নেন। সে বিদেশ যাওয়ার পূর্বে উখিয়ার সোনারপাড়া গ্রামের আজিজ উল্লাহর ছেলে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছাত্র জিয়াউল হককে রক্ষণাবেক্ষণ করার জন্য গাড়ীটির দায়িত্বভার দেন। রিদুয়ানের স্ত্রী হামিদা কবির জাকি ও লালিত খুরশিদা (৮)কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামীর সহায় সম্পত্তি ভোগ করার উদ্দেশ্যে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছিল ঘাতক রিদুয়ানের শ্বশুর নুরুল কবির। এছাড়া ঘৃণ্য এ হত্যা কান্ডের মুল নেপথ্যে ছিল একই এলাকার আমানত হাজীর মেয়ে স্বামী পরিত্যাক্তা ঝিনু। এখনও ওই ঘাতক ঝিনু পলাতক রয়েছে বলে জানা যায়। গাড়ি চুরি করে লুটপাট করার ঘটনায় প্রমাণিত হচ্ছে সম্পত্তির লোভের বশবর্তী হয়ে ঘাতকেরা খুনিয়াপালংয়ে জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম পাঁচলাইশ এলাকা থেকে জেলে থাকা রিদুয়ানের শ্বশুর নুরুল কবির ৭/৮জন ভাড়াটিয়া গাড়ীচোর সিন্ডিকেট সদস্য নিয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ হোছনের গাড়ীটি নিয়ে আসে। এ ব্যাপারে রামু থানায় মৌখিক ভাবে অভিযোগ দেওয়ার পর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান খুনিয়াপালং ঘটনাস্থলে গিয়েও গাড়ীটি নিকটে পেলেও রহস্যজনক কারণে উদ্ধার করেনি।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...