মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাঁও-ঈদগড় ও বাইশারী সড়কে দু’দফে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৬/৭জন আহত সহ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে। ৭ নভেম্বর সকাল ও সন্ধ্যায় উক্ত ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ঈদগাঁও বাইশারী সড়কের ব্যাংডেবায় একটি সিএনজি ও দু’টি মোটর সাইকেলকে ফাঁকা গুলিবর্ষণ করে থামাতে বাধ্য করে ডাকাতদলের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়া হয়। ডাকাতের আক্রমণে কয়েক যাত্রী আহত হলেও তাদের নামধাম পাওয়া যায়নি। গাড়ি তিনটি ঈদগাঁও থেকে বাইশারী যাচ্ছিল। এদিকে একই দিন সকাল ৮টায় ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় যাত্রীবাহি দু’টি সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটায় দূর্বৃত্তরা। ঈদগড় থেকে ঈদগাঁও আসার পথে হামলার কবলে পড়ে এ গাড়ির যাত্রীরা। দূর্বৃত্তদের এলোপাতাড়ি মারধরে চালক জাকের হোছেন, সেলুন দোকানদার অষ্টম দে ও তার স্ত্রী সহ ৫জন আহত হন বলে পরিবহণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংঘটিত ঘটনাদ্বয়ে লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ ঐ সূত্রের। খবর পেয়ে বাইশারী পুলিশ ফাঁড়ির আইসি আনিচুর রহমান ও ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি আবদুস ছালাম স্ব স্ব পুলিশ দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রকাশিত: ০৭/১১/২০১৪ ৮:২৭ অপরাহ্ণ
পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...
পাঠকের মতামত