
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদ- স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দুজন মানবাধিকার বিশেষজ্ঞ। বৃহস্পতিবার জেনেভা থেকে এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। বিবৃতিতে বলা হয়, কামারুজ্জামানের ফাঁসির দণ্ড পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সামারি এক্সিকিউশন-বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র্যাপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল। বিবৃতিতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, যেসব দেশে মৃত্যুদ- বাতিল করা হয়নি, সেসব দেশে কাউকে সর্বোচ্চ এই সাজা দিতে হলে তা দিতে হবে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন বিচারের মাধ্যমে।
পাঠকের মতামত