প্রকাশিত: ০৭/১১/২০১৪ ১২:৩৮ অপরাহ্ণ , আপডেট: ০৭/১১/২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ

সিএসবি২৪ ডটকম॥
কক্সবাজারে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় আদিব নামের ২ বছর বয়সী এক শিশু সহ রমিদা নামে এক রোহিঙ্গা মহিলা আটক করে জনতা।

জানা যায়, ৭ নভেম্বর সকালে কক্সবাজার সদরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় শিশু সহ রমিদার গতিবিধি সন্দেহজনক হওয়ায় জনতা ও বিজিবি আটক করে। আটক রমিদা উখিয়া উপজেলার কোর্টবাজারে জনৈক ভিডিও ম্যানের বাড়িতে কাজের বুয়া হিসেবে নিজেকে পরিচয় দেয়। শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর পথ ভুলে কক্সবাজারে চলে গেছে বলে জানায়। সে আরও জানায়, তার মালিকের শেফা (১৩) ও রায়ান (১০) নাম অপর ২টি শিশু আছে। যার মধ্যে শেফা নামে একজনের আজ জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথাও বলে আটক রমিদা। এছাড়া শিশু গুলির মায়ের নাম হামিদা বলে জানায়।

বিস্তারিত জানতে চোখ রাখুন : www.csb24.com

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...