প্রকাশিত: ০৬/১১/২০১৪ ৪:৩৮ অপরাহ্ণ

মাহমুদুল হক বাবুল, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার আলোচিত জসিম হত্যা মামলার আসামীরা বাদীর পরিবারকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি-দমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত ২২ ফেব্র“য়ারি ২০১২ইং রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া গ্রামের জালাল আহমদের পুত্র জসিম উদ্দিন (২৮) দীর্ঘ দিন ধরে থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল। জসিম উদ্দিন পুলিশের সোর্স হিসেবে কাজ করায় এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যাকারীরা সোর্স জসিমে উপর ক্ষিপ্ত হয়ে যায়। জসিম প্রতিদিনের ন্যায় পাংখালী ষ্টেশন থেকে তার নিজবাড়ী পুটিবনিয়া এলাকায় ফেরার পথে জনৈক রফিকের বাড়ীর সামনে পৌঁছলে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও স্কুল ছাত্র কামাল হোছন হত্যা মামলার আসামী থাইংখালী জামতলী এলাকার ত্রাস নামে খ্যাত মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুস শুক্কুর মেম্বার তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে সোর্স জসিমকে নির্মম ভাবে হত্যা করে। এরপর থেকে জসিমের পরিবারকে হত্যা মামলা তুলে নেওয়া ও তাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দমকি দিয়ে আসছে বলে জসিমের পিতা জালাল আহমদ সাংবাদিদের অভিযোগ করে জানান। জালাল আহমদ আরো বলেন, আমার ছেলে জসিম হত্যা মামলা নং ১৫, তাং-২৩-০২-১২ইং ধারা- ৩০২/৩৪ দঃবিঃ আদালত থেকে মামলাটি ওয়ারেন্ট হয়ে উখিয়া থানায় আসলেও থানা পুলিশ হত্যাকারী শুক্কুর মেম্বারের সাথে গভীর সখ্যতা থাকায় মোটাংকের টাকায় পুলিশকে ম্যানেজ করে ওই হত্যাকারী মেম্বার এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকেও আমার পরিবারের ছেলে-মেয়েদেরকেও ছেলে জসিমের মত হত্যা করবে বলে প্রকাশ্যে হত্যা ও প্রাণ নাশের হুমকি দমকি দিয়ে আসছে। তার বিরুদ্ধে গত ৩ নভেম্বর স্বারক নং অপ/ ১০১৮-১০২৫(ধি) মামলাটি ওয়ারেন্ট হয়ে থানায় আসলেও হত্যাকারীদেরকে রহস্যজনক থানা পুলিশ গ্রেপ্তার করছেনা। আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ সুপার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে থানার ওসি অংসা থোয়াই কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন জসিম হত্যা মামলার ওয়ারেন্ট আমার হাতে এখনো আসেনি। হাতে ফেলে আসামীদেরকে গ্রেপ্তার করে কঠোর হস্তে দমন করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...