বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
এম এ আহাদ শাহীন: জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, আমার এখতিয়ারে যেটি আছে তা আমি আপনাদেরকে পরিস্কার করে বলতে পারি। কিন্তু যেটি আমার এখতিয়ার বহিঃর্ভূত সে কথাতো আমি বলতে পারি না। আমাকে জিজ্ঞেস করেছেন রায়ের কপি কবে পাবে তা আমি জানি না।
আইনমন্ত্রী বলেন, এমন কিছু করা হবে না যা আইনানুগ নয়। এখন পর্যন্ত এ রায়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হয়নি। কিন্তু এখন পর্যন্ত আপিল বিভাগের একটি রায় আছে যেখানে রিভিউ এর পিটিশন ডিসমিস্ট হয়েছে। আমাকে সেইটা ধরে নিয়ে জেল কর্তৃপক্ষকে তাদের প্রস্তুতির ব্যাপারে আদেশ দিতে হবে। আমি সেই আদেশ দিয়েছি। আইসিটি অ্যাক্টে আরো কিছু সংশোধন আনা হবে। সেজন্য হয়তো আর ক’একটি দিন দেরি হবে।
পাঠকের মতামত