
খালেদ হোসেন টাপু,রামু ::
কক্সবাজারের রামুর বহুল আলোচিত হাসান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আবু তালেব রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়ার মোবাশ্বের আহমদের ছেলে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গর্জনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইকুল আহম্মেদ ভুঁইয়া জানিয়েছেন, হাসান হত্যাকান্ডের জড়িত থাকার অভিযোগে আবু তালেবকে আটক করা হয়েছে।
উল্লেখ্য রামুর মন্ডলপাড়া গ্রামের জাকের আহমদের ছেলে মোঃ হাসান (২৭) গত ২৩ সেপ্টেম্বর বোনের আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে বন্ধক দেবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ায় ৫দিন পর থেকে বাঁকখালী নদী থেকে তিনদিন ধরে উদ্ধার করা হয় হাসানের দেহের খন্ডিত অংশ। উদ্ধারকৃত মাথা, ২টি হাত ও একটি পা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ডিএনএ পরীক্ষার পর বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় হাসানের বড় ভাই ইসমাইল বাদি হয়ে রামু থানায় মামলা করেছেন।
এদিকে রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল হাসান হত্যাকান্ডে জড়িতদের ব্যাপারে সঠিত তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষনা দিয়েছেন।
নৃশংস হত্যাকান্ডের শিকার হাসানের হাসানের বড় ভাই মো. ইসমাইল এ হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।
পাঠকের মতামত