প্রকাশিত: ০৩/১১/২০১৪ ১:৩৯ অপরাহ্ণ

দুদকের মামলায় সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন আদেশ স্থগিতাদেশের উপর শুনানির জন্য আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।
রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুদকের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। এ বিষয়ে আগামী ১০ নভেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ৬ মাসের জামিন দিয়েছিলেন বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পরে ২৮ অক্টোবর দুদকের পক্ষ থেকে বদির জামিন স্থগিত চেয়ে একটি আবেদন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে জমা দেয়া হয়।
পাঠকের মতামত