প্রকাশিত: ০১/১১/২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ

Yaba-31
শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। ইয়াবা আটকের ঘটনা নিয়ে পুলিশের মধ্যে লুকোচুরি চলছে। শনিবার দুপুর ১ টার দিকে কুতুপালং ঘোনারপাড়া এলাকা থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ক্রাইমজোন হিসেবে খ্যাত কুতুপালং ঘোনারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত আব্দুর রহিমের বাড়িতে থানা পুলিশ হানাদিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। উখিয়া থানা পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও ইয়াবার সঠিক পরিসংখ্যান পুলিশ জানাতে পারেনি। উখিয়া থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত যুবক পালংখালী ইউনিয়নের বালুখালী তেলীপাড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে ফকরুদ্দিন (২৮) বলে জানা গেছে। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের এএসআই নজরুল ইসলাম উর্ধ্বতন পুলিশের দোহাই দিয়ে কত পিছ ইয়াবা উদ্ধার হয়েছে তা জানাতে নিষেধ করেছেন।

এ বিষয়টি নিয়ে থানার ওসি তদন্ত হাবিবুর রহমানে সাথে যোগাযোগ করা হলে তিনিও ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী অভিযোগ করে জানান, ইয়াবা সহ আটক ব্যক্তি এলাকার কুখ্যাত পেশাদার ইয়াবা চোরাচালানী হিসেবে চিহিৃত। তার কাছ থেকে প্রায় ২০ হাজারের অধিক ইয়াবা উদ্ধার করে। স্থানীয় ক্ষমতাসীন একটি প্রভাবশালী মহল আটক ইয়াবা পাচারকারী থানা থেকে ছাড়িয়ে নিতে জোর তদবির চালাচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...