প্রকাশিত: ২৯/১০/২০১৪ ১২:১১ অপরাহ্ণ , আপডেট: ২৯/১০/২০১৪ ১২:১২ অপরাহ্ণ

image_144915_0.imran_2_690796586
অনলাইন ডেস্ক::
মানবতাবিরোধী অপারাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালসহ এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার ভোর থেকে ট্রাইব্যুনালের আশাপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুরো এলাকা জুড়ে র‌্যাব, পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনালের সামনের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশের সাঁজোয়া যান এপিসি, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
ট্রাইব্যুনালকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

সূত্র জানায়, দীর্ঘ প্রতিক্ষার পর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা হচ্ছে। এ কারণে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ট্রাইব্যুনালসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে ছাড়াও হাইকোর্টে প্রবেশের সবগুলো পথে অতিরিক্ত পুলিশ বসানো হয়েছে। যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। সম্ভ্যাব্য যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। র‌্যাব, পুলিশ এবং গোয়েন্দা সদস্যরা সকাল থেকে এ সকল এলাকায় অবস্থান নিয়েছেন।
ট্রাইব্যুনাল এলাকায় কতর্ব্যরত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মঞ্জুর আহমেদ বাংলানিউজকে বলেন, এই এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মোতায়েন রয়েছেন। তিনি বলেন, কঠোর নিরাপত্তা বলতে যা বোঝায় আমরা সেটিই করেছি। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আজ বুধবার (২৯ অক্টোবর) মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের মামলার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হত্যা-গণহত্যা, অপরাধ সংঘটনে উস্কানি ও বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন নিজামী।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু