প্রকাশিত: ২৯/১০/২০১৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পড়া শুরু

47724_nij
সিএসবি২৪ ডটকম ॥
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। ২০৪ পৃষ্ঠার মূল রায়ের অংশ বিশেষ পড়ে শোনানো হবে। এর আগে মতিউর রহমান নিজামীকে আদালতের এজলাসে তোলা হয়। কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। এখন চলছে অপেক্ষার প্রহর। এর আগে সকালে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে নিজামীকে। মধ্যরাতের পর থেকে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে প্রশাসন। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্রবেশের সবগুলো ফটকে পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। ওই এলাকায় প্রবেশ করা প্রতিটি ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। হাইকোর্ট মাজার ফটকের বাইরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশের সাঁজোয়া যান। শাহবাগ মোড়েও অবস্থান নিয়েছে পুলিশ। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬টি অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। আজ ঘোষিত রায়ে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজার (মৃত্যুদণ্ড) আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। অন্যদিকে নিজামীকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেছেন তার আইনজীবীরা। এদিকে রায়কে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সারা দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়িয়েছে। এদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের একাংশ রায় ঘোষণা না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে। রায় পক্ষে না গেলে কর্মসূচি দেয়ার চিন্তা করছে জামায়াত। রায় বিপক্ষে গেলে আগামীকাল এবং রোববার হরতাল ডাকতে পারে দলটি। এ ছাড়া ধারাবাহিক আরও কর্মসূচি দেয়া হতে পারে বলে জামায়াতের নীতিনির্ধারক সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু