প্রকাশিত: ২৮/১০/২০১৪ ১২:৫৪ অপরাহ্ণ

সিএসবি২৪ ডটকম ॥
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় আগামীকাল বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এর আগে গত ২৪শে জুন মাওলানা নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হলেও ওইদিন সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি কারাকর্তৃপক্ষ। গত ২৪শে মার্চ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় অপেক্ষমাণ রাখা রাখেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১০ সালের ২৯শে জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২রা আগস্ট মানবতােিবাধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পাঠকের মতামত