প্রকাশিত: ২৭/১০/২০১৪ ৭:২৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি::
সম্প্রতি উখিয়ায় বিভ্রান্তমূলক তথ্য পাচারের ঘটনা নিয়ে সংবাদকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এতে করে সাংবাদিকতার মত মহান পেশা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার বিকেলের দিকে দৈনিক রূপসীগ্রামে উখিয়া প্রতিনিধি হানিফ আজাদের নামে ভুঁয়া ই-মেইল আইডি খুলে অনলাইন পত্রিকা টেকনাফ নিউজ ডটকমে প্রেরণ করলে এ তথ্য মূহুর্তেই ফাঁস হয়ে যায়। ইতিপূর্বে উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের নাম ভাঙ্গিয়ে কক্সবাজার নিউজ ডটকমে একটি বির্তকিত সংবাদ পরিবেশন করলে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে আতংকের সৃষ্টি হয়।
এ ব্যাপারে হানিফ আজাদ বাদী হয়ে সোমবার উখিয়া থানায় একটি সাইবার অপরাধে একটি অভিযোগ দায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ এ এস থোয়াই বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে, কারা সংবাদকর্মীদের বিভ্রান্ত করছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...