প্রকাশিত: ২৭/১০/২০১৪ ১:১৭ অপরাহ্ণ
খন্দকার মোশাররফের বিরুদ্ধে চার্জ গঠন

47575_mss
সিএসবি২৪ ডটকম ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি প্রদান ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার বেলা এগারটায় শুনানি শেষে দ-বিধির ৫০০ ও ৫০৬ ধারায় এ চার্জ গঠন করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত। আগামী বছরের ২২ জানুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষে অ্যাডভোকেট বোরহান উদ্দিন ও বাদীপক্ষে অ্যাডভোকেট রওশন আক্তার ডেইজি শুনানি করেন। ২০১২ সালের ৩১ ডিসেম্বর সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এই প্রধানমন্ত্রীর বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে পঁচাত্তরের পরিণতি বরণ করতে হবে।’ তার এ বক্তব্য পরের দিন দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হলে গত বছরের ২০ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। বাদী মামলায় অভিযোগ করেন, আসামির এ ধরনের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনাশঙ্কা ও মানহানি ঘটেছে।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু