প্রকাশিত: ২৬/১০/২০১৪ ১০:০২ অপরাহ্ণ
সেলিম উদ্দীন,ঈদগাঁও::
চকরিয়ার খুটাখালীর বহুল আলোচিত ভূমিদস্যু আব্দুল আউয়াল (৩৫) কে জেল হাজতে পাঠিয়েছে আদালত। চকরিয়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল রবিবার দুপুরে তিনি হাজির হলে বিজ্ঞ বিচারক বাহাউদ্দিন কাজী তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সে ইউনিয়নের দক্ষিণ মেদাকচ্ছপিয়ার হাজী নূর আহমদের পুত্র বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়ার সংঘটিত বসত বাড়িতে হামলার ঘটনায় তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনায় সে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রবিবার আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। জানা গেছে তার বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পাঠকের মতামত