প্রকাশিত: ২৫/১০/২০১৪ ১১:৪১ অপরাহ্ণ
উখিয়ায় সাংবাদিককে পুলিশের হুমকি

pulis
আবদুর রহিম সেলিম:; উখিয়ায় পুলিশের ইয়াবা বাণিজ্যের বিরুদ্ধে গতকাল শনিবার তথ্য বহুল সংবাদ দৈনিক রূপসীগ্রাম পত্রিকায় পরিবেশন করায় সংশ্লিষ্ট প্রতিবেদককে মামলা করে জেলে পাঠানো হুমকি দিচ্ছে উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক কাউসার আহমদ। শনিবার সকাল ১০টা ৫৬ মিনিটে তার ব্যবহৃত মুঠোফোন ০১৬৮৩-৩৪৬১৮১ নাম্বার থেকে উক্ত সংবাদের প্রতিবেদক ও উখিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ আজাদকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়েছে। ওই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রকারীদের ইন্ধনে এ ধরনের আচরণ করেছেন। তাৎক্ষনিক ঘটনার বিষয়টি উখিয়া থনার ওসি অংসা থোয়াইকে জানালে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ ঘটনায় উখিয়ার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এছাড়াও সুশীল সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের দৃষ্টি আকর্ষন কামনা করে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম চৌধুরী, উখিয়া বিআরডিবির চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুর রহিম, সহ-সভাপতি দীপন বিশ্বাস, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান, অর্থ সম্পাদক শফিক আজাদ, উখিয়া সাংবাদিক সমিতির সভাপতি রফিক উদ্দিন বাবুল, উখিয়া রিপোটার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম, সদস্য সাংবাদিক নুরুল হক খান, উখিয়ায় কর্মরত সাংবাদিক আবদুর রহিম সেলিম, কায়সার হামিদ মানিক প্রমূখ

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...