প্রকাশিত: ২৫/১০/২০১৪ ৮:৫০ অপরাহ্ণ

imagesfgbn
আবদুর রাজ্জাক,মহেশখালী::
মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রপ্ত ১৪ মামলার এক পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।

থানা সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত্রে মহেশখালী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালারমারছড়া ও শাপলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ মামলার পলাকত আসামী শাপলাপুর ইউনিয়নের মৃত নজির আহমদের পুত্র আবুল কালাম প্রকাশ বড় মনু ডাকাত (৪০), পশ্চিম পাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র বন মামলার ৬ মাসের সাজা প্রাপ্ত মো: দেলোয়ার হোসেন (৩২), কালারমারছড়ার মারাক্কাঘোনা এলাকার আবু তাহের এর পুত্র নেছার আহমদ (২৮) ও ফকিরজুম পাড়ার আছদ আলীর পুত্র বাদশা প্রকাশ টেরা বাদশা (৩৪) কে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সুত্রে প্রকাশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...